Subscribe Us

WBCS Full Syllabus and Detailed Booklist in Bengali

WBCS Syllabus in Bengali

ডব্লিউবিসিএস [ WBCS Books and Syllabus] পরীক্ষা রাজ্যের সবথেকে বড় সিভিল সার্ভিস পরীক্ষা। প্রতিটি পরীক্ষার মতো এই পরীক্ষাতে ও সুপরিকল্পিত ভাবে প্রস্তুতির প্রয়োজন। বাংলার অনেক পরীক্ষার্থী প্রতিবছর, ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। ডব্লিউবিসিএস ২০২১ [WBCS syllabus ২০২১] এর জন্য সিরিয়াস পরীক্ষার্থীরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। সত্যি বলতে, আপনার লক্ষ্য যদি ডব্লিউবিসিএস হয়, তাহলে এখন থেকেই ২০২১ এর জন্যে প্রস্তুতি শুরু করে দিন ভালো ভাবে শুরু করুন । ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য কোন বই পড়া উচিত, কি কি বই ফলো করা উচিত, এরকম অনেক প্রশ্ন পরীক্ষার্থীদের মাথায় ঘুরতে থাকে। তাই আজকের পোস্টে পরীক্ষার্থীদের সুবিধার জন্যে ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতিতে সেরা কিছু বই এর তালিকা দেব। এই বই গুলো ডব্লিউবিসিএস (WBCS) প্রিলিমিনারি ও মেইন (MAIN) দুটি পরীক্ষার প্রস্তুতির জন্যে খুবই উপযোগী।
শুধু বই পড়েই সফলতা আসে না। সঙ্গে উপযুক্ত মক টেস্ট ও WBCS এর সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা একান্ত অবশ্যক। আমরা এই পোস্টে একজন শুরু থেকে কিভাবে WBCS পরীক্ষায় চূড়ান্ত সফল হতে পারে তার বিস্তৃত আলোচনা করেছি । সবাইকে অনুরোধ করবো সমস্ত কিছুই ফলো করার জন্য।
বই তালিকা দেওয়ার আগে জেনে নিন ডব্লিউবিসিএস (WBCS) প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার সম্পূর্ণ Syllabus ও বিভিন্ন বিষয় ভিত্তিক নাম্বারের সম্পূর্ণ বিভাজন। নিচে আমরা আলোচনা করেছি প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার জন্য কোন বিষয় থেকে ঠিক কত নাম্বার আসবে ও কোন বিষয়ের গুরুত্ব কতখানি।

ডব্লিউবিসিএস প্রিলিমিনারি (WBCS Preliminary) পরীক্ষার নাম্বার বিভাজন

প্রিলিমিনারী পরীক্ষার জন্য ৭টি বিষয় ও গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয় সম্পর্কে ভালো ভাবে পড়তে হবে।
WBCS Preliminary Syllabus
Sl. No Subject Marks

1

English Composition/ Grammer

25

2

General Science & Technology

25

3

Current events of National & International Importance

25

4

History of India

25

5

Geography of India with special reference to West Bengal

25

6

Indian Polity and Economy

25

7

Indian National Movement

25

8

General Mental Ability

25

Total

200


ডব্লিউবিসিএস মেইন পরীক্ষার নাম্বার বিভাজন (WBCS Main + Interview):

WBCS Main পরীক্ষাটি বোঝার সুবিধার জন্য ২টি ভাগে ভাগ করা যেতে পারে। গ্রুপ C ও D এর জন্য পেপার ৬ পর্যন্ত কিন্তু যারা A ও B এর জন্য পরীক্ষা দেবে তাদের ৪০০ নাম্বারের ২টো অপশনাল পেপার দিতে হবে। সঙ্গে ইন্টারভিউতেও নাম্বারের পার্থক্য থাকবে।
WBCS Main Exam Subject Marks
Group A Group B Group C Group D
Paper-I Bengali/Hindi/Urdu/Nepali/Santali:

Letter writing
Précis Writing
Composition and Translation from English to Bengali/Hindi/Urdu/Nepali/Santali
200 200 200 200
Paper-II English:

Letter writing
Précis Writing
Composition and Translation from Bengali/Hindi/Urdu/Nepali/Santali to English
200 200 200 200
Paper-III General Studies-I:

Indian History with special emphasis on National Movement
Geography of India with
special reference to West Bengal
200 200 200 200
Paper-IV General Studies-II:

Science and Scientific & Technological advancement
Environment
General Knowledge
Current Affairs
200 200 200 200
Paper-V The Constitution of India and Indian Economy including role and functions of Reserve Bank of India 200 200 200 200
Paper-VI Arithmetic & Test of Reasoning 200 200 200 200
Paper-VII Optional Subjects 400 400 0 0
Interview Personality Test 200 200 150 100
Total All Subjects 1800 1800 1350 1300

সম্পূর্ণ সিলাবাসের সম্পর্কে নিখুঁত ধারণার পরে আপনাদের জানতে হবে কোন বই গুলো পড়লে WBCS প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা সহজেই পাস করা সম্ভব। এই সব বইগুলি আমরা বিভিন্ন সফল WBCS অফিসার দের প্রাথমিক পছন্দের ভিত্তিতে নেওয়া। এই বইগুলি বাদেও অনেক রকমের বই বাজারে পাওয়া যায়। কিন্তু আমরা এখানে আলোচনা করবো সেই সব বইগুলো যেগুলো WBCS অফিসার দের সাফল্য এনে দিয়েছে।

👉**** যারা নতুন ভাবে শুরু করছেন তাদের জন্য আমি বইগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি সব গুলো পোস্টের সঙ্গে। যাতে বইগুলি খুঁজে পেতে অসুবিধা না হয়। বইগুলো আপনারা কলেজস্ট্রিট থেকে কিনতে পারেন। কিন্তু অনলাইনে বেশি ছাড় পাওয়া যায়। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ বই আপলোড করা হয়ে থাকে। নিচে লিংক দেওয়া আছে জয়েন করতে পারেন।****👈


ইংরেজি বিষয়ের জন্যে কি পড়বেন?

প্রথমে জানতে হবে পরীক্ষায় কোন গুলো বেশি গুরুত্বপূর্ণ। 25 নাম্বারের প্রশ্নের প্রিলিমিনারী তে নিম্নলিখিত বিষয় গুলো থেকেই বেশি প্রশ্ন আসে।
1. Synonyms and Antonyms, 2. Idioms and Phrases, 3. Vocabulary Test, 4. Phrasal Verbs, 5. Homophones, 6. Fill in the Blanks.
WBCS Main এ ৫ রকমের ডেস্ক্রিপটিভ লেখা থাকে ৪০ নাম্বারের প্রতিটি প্রশ্নের মান। এর জন্য প্রতিদিন The Hindu বা অন্যান্য ইংরেজি Daily News Paper পড়তে হবে। সঙ্গে editorial অংশটি খুব ভালো করে পড়তে হবে। এতে ২টো সুবিধা পাওয়া যায়। প্রথমত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরী হয়ে যায় ও লেখার মান বাড়াতে সাহায্য করে। এবারে কিছু বইয়ের বেপারে আলোচনা করবো ।
■ পি.কে.দে সরকারের (P. K. De Sarkar : A Text Book Of Higher English Grammar And Composition) এ টেক্সস বুক অব হায়ার ইংরাজী গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেসান : প্রিলি এবং মেইন দু’টি পরীক্ষার জন্য সবথেকে ভালো এটি। এছাড়া মেই (WBCS Main) পরীক্ষার জন্যে Essay বা, Precie প্রাকটিস এর জন্যে বইটি খুবই উপকারী।
■ এছাড়া আপনি, রেফারেন্স বই হিসাবে প্রিলির জন্য এস.পি.বক্সির অবজেক্টটিভ জেনারেল ইংলিশ (Objective General English by S.P. Bakshi) বইটি পড়তে পারেন।
■ Word Power Made Easy by Norman Lewis বইটি ইংরেজিতে দক্ষতা বাড়াতে খুব কাজে লাগবে, সঙ্গে SSC বা অন্য যেকোনো পরীক্ষার জন্য উপযোগী।

ইতিহাস (Indian History & National Movement) বিষয়ের জন্য কি বই পড়বেন?


ইতিহাসে ১৫০ নম্বর আসে প্রিলি ও মেইন মিলিয়ে। দেখতে গেলে বাকি General studies বিষয়গুলির থেকে অনেকটাই বেশি এবং অপেক্ষাকৃত সহজ বিষয়। তাই এই বিষয়টি বাকি বিষয় গুলির চেয়ে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত।

■ জীবন মুখোপাধ্যায়ের স্বদেশ সভ্যতা ও বিশ্ব : ()প্রিলি হোক বা, মেইন দু’টি পরীক্ষার জন্যে এই বইটি খুবই উপকারী।

■এছাড়াও জীবন মুখোপাধ্যায়ের Honors' এর ৪টে পার্ট বই আছে। যেগুলো প্রাচীন মধ্য আধুনিক ও ইউরোপীয় ইতিহাস। যাদের ইতিহাস অপশনাল আছে তাদের ইউরোপীয় ইতিহাস বইটি দরকার। না হলে ৩টে বই যথেষ্ট প্রিলি ও মেইনের জন্য। খুব সুন্দর ও সহজ সরল ভাষায় বই টি লেখা আছে, যা আপনি সহজে বুঝতে পারবেন। বইগুলির লিংক নিচে দিলাম।

  1. INDIAN HISTORY PART - 1 - ভারতের ইতিহাস জীবন মুখোপাধ্যায় [প্রাগৈতিহাসিক যুগ – ১৫২৬ খ্রিস্টাব্দ ]
  2. Bharater Itihas Part- 2 By Jiban Mukhopadhyay ভারতের মধ্যযুগের ইতিহাস [১৫২৬–১৯১৪] জীবন মুখোপাধ্যায়
  3. MODERN EUOROPE PART 3 – জীবন মুখোপাধ্যায় আধুনিক ইউরোপ [১৭৮৯–১৯৪৫ খ্রিস্টাব্দ]
  4. Adhunika Bharat O Biser itihas Part - 4 আধুনিক ভারত ও বিশ্বের ইতিহাস [১৯১৪-১৯৬৪ খ্রিস্টাব্দ] জীবন মুখোপাধ্যায়

■ Krishna Reddy-র বইটা থেকে মেইনে অনেক প্রশ্নই হুবহু কমন আসে। কিন্তু বইটির MCQ প্রশ্ন গুলো ভালো করে পড়লেই হবে। তা থেকে কমন পাওয়া সম্ভব।

■ এছাড়া ইংরাজী তে Poonam Dalal Dahiya র ‘Ancient and Medieval India’ বই টি ভালো। মেইন পরীক্ষার অনেক প্রশ্নও এটি থেকে আসে। তাই যারা ইংরাজী তে পড়তে চাও তারা জীবন মুখোপ্যায়ের পাশাপাশি এই বই টিও সাথে রাখতে পারেন।

■ A Brief History of Modern India by Rajib Ahir বই টি ভালো। পুনম দালাল দাইয়ার বইটির সঙ্গে এই বইটি পড়লে ইতিহাসের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া প্রিলিতে যে ২৫ নাম্বারের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে আসে সেটিও এই বইটি থেকে সম্পূর্ণ কভার হয়ে যাবে।


ভূগোল (Indian & West Bengal) বিষয়ের জন্য কী পড়বেন?

যারা বাংলায় পড়তে ভালোবাসে তাদের প্রথমেই পুরোনো সিলেবাসের মাধ্যমিক ৯-১০ এর বসু মল্লিকের ভূগোল বইটি পড়া খুবই জরুরি। এখানে ভূগোলের সবকিছুই কভার করা আছে।

■ কার্তিক চন্দ্র মন্ডলের ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল : (Bharater O Paschim Bengaler Bhugol) এই বইটি সঠিক ভাবে পড়লে প্রায় সমস্ত প্রশ্ন কভার করতে পারবেন প্রিলি ও মেইন পরীক্ষার জন্য। বিশেষ করে পশ্চিমবঙ্গ পার্ট টি খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে বইটি তে। নতুন এডিশন টি আপনারা কিনে নিয়ে প্রস্তুতি শুরু করতে পারেন। বইটি ইংরেজি ও বাংলা দুটি ভার্সানেই পাবেন। তবে বইটি টি কিছু চ্যাপটারে ও ম্যাপ পয়েন্টিং এ কিছু ভুল আছে, তাই নতুন ভার্শনের বইটাই পড়ার চেষ্টা করবেন।

■ এছাড়া ইংরাজি ভাষায় আরও একটি ভালো বই হল মজিদ হুসেনের ‘ইন্ডিয়ান জিওগ্রাফি’।

■ ইংরেজিতে একটা খুবই ভালো বই আছে কিন্তু উপেক্ষিত। সহজ ভাষায় ও ম্যাপের মাধ্যমে খুব ভালোভাবেই আলোচনা করা আছে। Geography of India by Arvind Kumar - Periyar Publication. বইটিতে ৩৬০+ এর মতো পেজ আছে। বইটি শুধুমাত্র ভারতের ভূগোলের বেপার আলোচনা করা আছে।
Know Your State West Bengali বই Arihant Publication বইটি দেখতে পারেন। বাংলা ও ইংরেজি উভয় বিষয়েই পাওয়া যায়।

ভারতের ইকোনমি (Indian Economy) বিষয়ের জন্য কোন বই পড়বেন?

■ ইন্ডিয়ান ইকোনমি (Indian Economy) বিষয়টি থেকে প্রিলিতে ১০-১২ নম্বর মতো ও মেইনে ১০০ (Paper - V) নম্বরের প্রশ্ন আসে।
■ বাংলায় তোজামল হুসেনের বইটা খুবই ভালো সঙ্গে কার্তিকচন্দ্র মন্ডল পাব্লিকেশনের ইকোনমি বইটাও ভালো।

■ ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ বই হলো Indian Economy by Nitin Singhania. এছাড়াও MagBook Indian Economy by Arihant Publications বইটি তে পুরো সিলেবাস টি কভার করা আছে। প্রিলিমিনারি এবং মেনই পরীক্ষার জন্য অবশ্যই এই বইটি পড়তে পারেন। Key Concept তৈরী করতে ও প্রিলিমে পাস করার জন্য যথেষ্ট সাহায্য করবে।

■ এই বইগুলো পড়ার সঙ্গে সঙ্গে Mrunal Patel এর Youtube ভিডিও গুলো দেখতে পারেন। কনসেপ্ট বুঝতে সুবিধা হবে।

PS: এই বিষয়টিতে কিছুটা সাধারণ জ্ঞান ও কিছুটা সমসাময়িক ঘটনাবলি (CA) থাকে। তাই নতুন এডিশনের বইগুলো নেওয়া অত্যাবশক।



ইন্ডিয়ান পলিটি (Indian Polity) বিষয়ের জন্যে কি বই পড়বেন?


■ প্রস্তুতির শুরুতে বাংলায় পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই রাখতে পারেন- অনাদিকুমার মহাপাত্রের “ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতি”। ভারতের সংবিধান ও রাজনীতি by Mondal's Sure Success Series বইটিও খুব ভালো।

■ M. Laxmikanth এর ইন্ডিয়ান পলিটি (Indian Polity): বইটিকে সিভিল সার্ভিস এসপিরেন্ট দের বাইবেল বলা হয়। বইটির প্রতিটি পাতা খুব ভালো করে লেখা ও প্রতিটি বিষয় অত্যন্ত গভীর ভাবে আলোচনা করা আছে। প্রিলি এবং মেইন পরীক্ষায় ইন্ডিয়ান পলিটি বিষয়ের জন্যে এই বইটি ছাড়া আর কোনো বই পড়ার দরকার নেই। আপনি প্রায় ১০০ শতাংশ কমন পাবেন এই বই থেকে। বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সমস্ত কিছু কভার করা আছে বইটি তে।


সায়েন্স (Science & Technology) এর জন্য কি বই পড়বেন?

প্রিলিতে ২৫ ও মেইনে ১০০ নাম্বার থাকে।

নবম ও দশম শ্রেনীর ভৌত বিজ্ঞান ও রসায়ন পাঠ্যবই : ডব্লিউবিসিএস পরীক্ষায় সায়েন্স বিভাগ থেকে প্রশ্ন নির্দিষ্ট ভাবে আসে না। কোনে বছর ফিজিক্স থেকে, তো কোনো বছর রয়ায়ন, বা বায়েলজি থেকে। আবার কেনো বছর তিনটি বিষয় থেকে। তাই সাজেস্ট করব, নবম – দশম শ্রেনীর পাঠ্য বই গুলি খুব খুঁটিয়ে খুঁটিয়ে মনোযোগ দিয়ে পড়ুন। প্রিলি এবং মেইন দু’টি পরীক্ষার জন্যেই উপযোগী

এছাড়াও তুলসীর সাধারণ বিজ্ঞান বইটি বাংলায় খুব ভালো ভাবে লেখা আছে। যেটা অল্প সময়ে রিভাইসের কাজে লাগতে পারে। পাঠ্য বিষয়ের সঙ্গে প্র্যাক্টিসের জন্য MCQ দেওয়া আছে।

NCERT র বইগুলো ইংরেজিতে সাইন্সের জন্য খুবই ভালো । Encyclopedia of General Science by Arihant Publication বইটা খুবই ভালো ।

এছাড়া আপনি ইংরাজী তে আরিহান্ট পাবলিকেশনের ‘ম্যাগবুক জেনারেল সায়েন্স’ (Magbook General Science 2021) বই টি পাশে রাখতে পারেন। এটিও আপনি সায়েন্সের সমস্ত প্রশ্ন কভার করতে পারবেন


ম্যাথস (Maths) বিষয়ের জন্য কি বই পড়বেন?

Mathematics প্রিলি ও Main দুটোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ। মোট নম্বর প্রায় ১১০-১২০ পর্যন্ত থাকে।

নবম ও দশম শ্রেণীর পুরোনো সিলেবাসের ড: আর.এস. আগরওয়ালের কোয়ান্টেটিভ অ্যাপ্টিটিউড : ডব্লিউবিসিএস প্রিলি ও মেইন পরীক্ষার Maths বিষয়ের জন্যে এই একটি বই যথেষ্ট।

সুবীর দাসের ছায়া ম্যাথমেটিক্স চ্যালেঞ্জের (👉Chhaya Competitive Mathematics Challenger for all Competitive Examination)বইটি খুব সুন্দর ভাবে বাংলায় দেওয়া আছে। যারা বাংলায় ম্যাথ করতে ইচ্ছুক , তারা এই বইটি ফলো করতে পারো।


রিজনিং (Reasoning) বিষয়ের জন্য কি বই পড়বেন?

ড: আর এস আগরওয়ালের ” এ মর্ডান অ্যাপ্রোচ টু ভার্বাল অ্যান্ড নন-ভার্বাল রিজনিং : রিজনিং বিষয়ের জন্য এই বইটি যতেষ্ট। প্রিলি ও মেইন পরীক্ষায় সমস্ত প্রশ্ন এই বই থেকে পেয়ে যাবেন। তাই অন্য কোনো বই না কিনে, এই বইটি সংগ্রহ করুন ও প্রস্তুতি শুরু করে দিন।

চঞ্চল ঘোষের নিমেষে রিজনিং, ছায়া প্রকাশনীর বইটি (👉Chanchal Ghosh Reasoning) বাংলায় পাঠকদের জন্য উপযোগী।


জেনারেল নলেজ (GK) বিষয়ের জন্য কি বই পড়বেন?

লুসেন্টের ‘জেনারেল নলেজ’ : জেনারেল নলেজ বিষয়ের জন্যে নির্দিষ্ট কোনো সিলেবাস কভার বই হয় না, কারন কোনো বই এ সমস্ত কিছু কভার করা থাকে না। তবুও লুসেন্ট “জেনারেল নলেজ” বইটি আপনি পড়তে পারেন। অন্য কোনো বইতে যাওয়ার দরকার নেই।


কারেন্ট অ্যাফের্য়াস (CA) এর জন্যে কি পড়বেন?

অ্যাচিভার্স বাংলা ম্যাগাজিন : কারেন্ট অ্যাফের্য়াস এর জন্য অনেক কিছু এক সাথে পড়বেন না। এই মাসিক ম্যাগাজিন টি পড়ুন। যারা ইংরাজী ভাষায় পড়তে চায় তাদের জন্যে ‘প্রতিযোগিতা দর্পন’ ম্যাগাজিন টি যতেষ্ট।


আশা করব, এই বই গুলিই ডব্লিউবিসিএস ২০২০ এর প্রস্তুতির জন্য যতেষ্ট। এবারে আসি কিছু Extra বইয়ের বেপারে কথা বলতে। এই বইগুলো টেক্সট বই পড়ার সঙ্গে সঙ্গে অল্প সময়ে রিভিশিনের কাজ করবে। বর্তমান যুগে শুধু Hard Work করলেই চলবে না , সঙ্গে চাই Smart Work . এই জন্যই শুধুমাত্র WBCS এর সিলেবাসের উপরে ভিত্তি করে কিছু বই পাওয়া যায় যেগুলো প্রস্তুতিকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।

  1. Crack WBCS (Prelims & Mains) - Part -I & II by Lila Roy :
  2. WBCS General Studies Manual - For Preliminary and Main Examinations by Nitin Singhania :
  3. Tulsir General Studies HandBook
  4. General studies by Mondal’s Sure Success Series

ব্রি:দ্র: পোস্ট উপকারী মনে হলে, বন্ধুদের সাথে, ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। বাংলার সমস্ত পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিন।

কোনো কিছু সাহায্য বা জানার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।


Telegram এ যুক্ত হয়ে আমাদের পরিবারের সদস্য হন ও বিভিন্ন ebook ফ্রীতে ডাউনলোড করতে পারবেন। ICDS Main সহ PSC Miscellaneous Main Clerkship মেনের বিভিন্ন নোটস ও প্রাকটিস সেট পেতে পারেন। RRB NTPC Group D সহ অন্নান্ন পরীক্ষার বিশেষ স্টাডি নোটস আমাদের চ্যানেলে পাবেন। Daily The Hindu, Indian Express Kolkata, আনন্দবাজার পত্রিকা News paper Free Pdf পড়তে পারেন।
তাই দেরি না করে নিচের ফটোতে Click করে Telegram এ যুক্ত হয়ে যান, Daily Update সবার আগে পাবেন।
Join Out Telegram
Telegram Group: Jigasha 

আমাদের Facebook পেজ: Jigasha

Post a Comment

0 Comments